সাউথইস্টে শিক্ষা ও গবেষণায় নৈতিকতা বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (এসইইউ) “শিক্ষা ও গবেষণায় নৈতিকতা” শীর্ষক সেমিনার গত (৩ নভেম্বর ২০১৯) বিশ্ববিদ্যালয়ের বনানীস্থ সেমিনার হলে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি এবং মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পুরস্কার ২০১৯ প্রাপ্ত বিশিষ্ট অর্থনীতিবিদ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন -এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমেদ।

Post MIddle

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসইইউ বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম এবং এসইইউ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেন্টার এর পরিচালক অধ্যাপক ড. এম এ হাকিম।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

পছন্দের আরো পোস্ট