বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগ পেলেন ড.আতিউর রহমান
ঢাবি প্রতিনিধি।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অনারারি অধ্যাপক ড. আতিউর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল ৩০ অক্টোবর ২০১৯ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এই নিয়োগ প্রদান করা হয়।
এরআগে, উচ্চ পর্যায়ের এক সিলেকশন কমিটি তাকে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগের সুপারিশ করে।
অধ্যাপক ড. আতিউর রহমান আগামী এক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে প্রতিষ্ঠিত “বঙ্গবন্ধু চেয়ার”-এর দায়িত্ব পালন করবেন।