বিজয় ফুল উৎসব
মো.মেহেদী হাসান, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলদ্ধি ও সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে বুধবার অনুষ্ঠিত হয়েছে বিজয় ফুল উৎসব ২০১৯।
উপজেলার মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মোরেলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি পৃথক ভেন্যুতে অনুষ্ঠিত এ বিজয় ফুল উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উৎসবের অন্যান্যের মেেধ্য উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম , উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রনব কুমার বিশ^াস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রায়হান হোসেন, উপজেলা ইন্সটেক্টর বাবলু রায়, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সরকার, মো. জাকির হোসেন, প্রধান শিক্ষক এনছান উদ্দিন, কামরুল ইসলাম বাবলু, হারুন অর রশিদ, ওমর ফারুক,মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সহ-সভাপতি গনেশ পাল প্রমুখ।
বিজয় ফুল উৎসবে উপজেলার ৬৪ টি মাধ্যমিক বিদ্যালয়, ৬৩ টি মাদ্রাসা , ৩০৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।##