বাংলাদেশে জাপানিজ স্টাডিজের সম্ভাবনা নিয়ে সেমিনার
ঢাবি প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের উদ্যোগে আজ ৩০ অক্টোবর ২০১৯ বুধবার সামাজিক বিজ্ঞান ভবনের অধ্যাপক মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে “বাংলাদেশে জাপানিজ স্টাডিজ-এর সম্ভাবনা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের মিনিস্টার মি. হিরোইয়ুকি ইয়ামায়া।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জাপানিজ স্টাডিজ বিভাগের লেকচারার শিবলী নোমান এবং প্রবন্ধের উপর বক্তব্য রাখেন ড. মো. লতিফুল বারি ও ড. মো. মনির উদ্দীন।