অধ্যাপক জিয়া রহমান আইএসসি’র বোর্ড পরিচালক নির্বাচিত

ঢাবি প্রতিনিধি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান আগামী ৫বছরের জন্য ‘ইন্টারন্যাশনাল সোসাইটি অব ক্রিমিনোলজি (আইএসসি)’-এর ‘বোর্ড অব ডাইরেক্টরস্’ নির্বাচিত হয়েছেন।

কাতারের দোহা’য় গত ২৭-৩০ অক্টোবর ২০১৯ অনুষ্ঠিত সোসাইটি’র আন্তর্জাতিক সম্মেলনে তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই সম্মানে ভূষিত হন।

Post MIddle

যুক্তরাষ্ট্রের প্রফেসর এমিলিও সি ভিয়ানো পুনরায় আইএসসি’র সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যের প্রফেসর ড. সুসান এডওয়ার্ডস। অধ্যাপক ড. জিয়া রহমান বিশ্বের বিভিন্ন দেশের আইএসসি’র অন্যান্য ১৮ জন বোর্ড পরিচালকের সাথে দায়িত্ব পালন করবেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. জিয়া রহমান ‘বাংলাদেশ সোসাইটি অব ক্রিমিনোলজি’-এর বর্তমান সভাপতি।

পছন্দের আরো পোস্ট