![](https://lekhapora24.net/wp-content/uploads/2019/10/received_2449791161930247-727x430.jpeg)
কুবির বঙ্গবন্ধু হল প্রভোস্টকে ছাত্রলীগের ৭ দাবি
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীদের পক্ষে ৭ দফা দাবিতে হল প্রভোস্ট বরাবর স্মারকলিপি দিয়েছে হল শাখা ছাত্রলীগ।
সোমবার সন্ধ্যায় হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়হিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হল প্রভোস্ট মো. জিয়া উদ্দিন বরাবর ৭ দফার এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহ হল হলে রিডিং রুমের ব্যবস্থা করা, নামাজের রুমের জিনিসপত্র ক্রয় করা, ডাইনিংয়ে খাবারের ভর্তুকি, প্রতি ফ্লোরে ফিল্টারের ব্যবস্থা করা, হলের অভ্যন্তরীণ ও বাহিরে লাইটিংয়ের ব্যবস্থা করা, সাপের উপদ্রব রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, মাদক নির্মূল করা।
স্মারকলিপি প্রদানের সময় হল প্রভোস্ট মো. জিয়া উদ্দিন বলেন, এ স্মারকলিপিতে উল্লেখিত প্রত্যেকটি দাবির সাথে আমি সম্পূর্ণ একমত। খুব দ্রুত এ দাবিগুলো সমাধানের ব্যবস্থা গ্রহণ করবো।