শেষ হলেো জাতীয় পরিবেশ অলিম্পিয়াড

ঢাবি প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে দু’দিনব্যাপী জাতীয় পরিবেশ অলিম্পিয়াড আজ ২৬ অক্টোবর ২০১৯ শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অলিম্পিয়াডে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রেজওয়ান হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও প্রবীণ অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া অধ্যাপক ড. নুরুল ইসলাম নাজেম, অধ্যাপক ড. হাফিজা খাতুন ও অধ্যাপক নাজমুন নাহার অনুষ্ঠানে বক্তৃতা করেন।

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরিবেশ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। জাতীয় পরিবেশ অলিম্পিয়াড আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ দেন। পরিবেশ দূষণ রোধে এই অলিম্পিয়াড কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন।

পছন্দের আরো পোস্ট