কুবির নতুন ছাত্র পরামর্শক অধ্যাপক মনিরুজ্জামান
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন ছাত্র পরামর্শক ও নির্দেশক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান।
রোববার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের সাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য পাওয়া গেছে।
জানা যায়, যোগদানের দিন হতে আগামী দুই বছর এ পদে দায়িত্ব পালন করবেন অধ্যাপক মনিরুজ্জামান।
এর আগে দীর্ঘদিন ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের দায়িত্বে ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহ। এই কার্যালয়ের অধীনে বিশ্ববিদ্যালয়ের সবকটি (১৯টি) বিভাগীয় ছাত্র উপদেষ্টারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন।