কুবিতে ‘ডিবেটর সার্চ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ

|| কুবি প্রতিনিধি ||

সেরা বিতার্কিকের খোঁজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘৪র্থ ডিবেটর সার্চ প্রোগ্রাম-২০১৯’ শীর্ষক আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। প্রতিযোগিতার ফাইনালে তারা হারিয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে।

রোববার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নাম্বার রুমে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনালে বিতর্কের বিষয় ছিলো, ‘এই সংসদ মনে করে, সংকট স্বাস্থ্যসেবার নয়, বরং স্বাস্থ্য সচেতনতার’। নির্ধারিত এ বিষয়ের পক্ষে সরকারি দলের ভূমিকায় অংশগ্রহণ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও বিরোধী দলের ভূমিকায় আইন বিভাগ।

Post MIddle

উভয়দলের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারকরা ৭-০ ব্যালটে আইন বিভাগকে বিজয়ী ঘোষণা করে। ফাইনালে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন আইন বিভাগের শিক্ষার্থী আহমাদুল্লাহ।

প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবীর চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ টিমের হাতে পুরষ্কার তুলে দেন।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর শুরু হওয়া এই প্রতিযোগিতায় মোট ১৫টি বিভাগ অংশগ্রহণ করে।

 

কুবি/এমকে

পছন্দের আরো পোস্ট