কবি নজরুল সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

১৪৫ বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ-এ গঠিত হলো অ্যালামনাই অ্যাসোাসয়েশন। আজ শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গণে সাবেক শিক্ষার্থীদের বিশেষ সাধারণ সভায় আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো। ১৯৮৭ ব্যাচের রহমান মুস্তাফিজকে আহ্বায়ক ও ১৯৯১ ব্যাচের আশরাফ উদ্দিন রুবেলকে যুগ্ম আহ্বায়ক (সার্বিক) করে ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভা প্রস্তুতি কমিটির আহ্বায় ১৯৮৪ ব্যাচের হামিদুর রহমান আকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার ও শিক্ষক পর্ষদের সম্পাদক প্রফেসর আলী আকবর।

Post MIddle

অধ্যক্ষ সেলিম জানান, গত কয়েক বছরের তুলনায় এ বছর কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভাল হয়েছে। এ ধারা অব্যাহত রাখার মধ্য দিয়ে কলেজের সুনাম ফিরিয়ে আনা সম্ভব হবে। এ সময় তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করায় সাবেক শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় কলেজের উন্নয়ন ত্বরান্বিত হবে।

১৯৬৯ সালের শিক্ষার্থীসহ প্রায় ৩০ টি ব্যাচের সাবেক ছাত্র-ছাত্রীরা বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন। নির্বাচিত আহ্বায়ক রহমান মুস্তাফিজ জানান, আগামী বছরের শুরুর দিকে অন্তত ৫০টি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া ২০২৩ সালে ব্যাপক আয়োজনে ১৫০ বছর পূর্তি উৎসব করার প্রস্তুতিও এখন থেকেই নেয়া হবে।

পছন্দের আরো পোস্ট