কুবির কিশোরগঞ্জ সংগঠনের নেতৃত্বে বণিক-সাকিব

|| কুবি প্রতিনিধি ||

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলাধীন শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশন’র নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী সজীব বণিক ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী এম. সাকিব হোসেন।

সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি হাবিবুর রহমান রাজীব ও সাধারণ সম্পাদক মো: আল-আমিন সর্বমোট ৭৯ সদস্যের এই কমিটি ঘোষণা করেন। নতুন কমিটি আগামী এক বছর (শিক্ষাবর্ষ ২০১৯-২০) দায়িত্ব পালন করবে।

Post MIddle

কমিটিতে স্থানপ্রাপ্ত অন্যান্যদের মাঝে রয়েছেন- সহ সভাপতি জাহিদুল ইসলাম ( নৃবিজ্ঞান ১০ম), সজীব আহমেদ ( মার্কেটিং ১০ম), রাজীব ( আইন ১০ম) ; যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান ( নৃবিজ্ঞান ১১তম) , কাজল হোসেন (আইসিটি ১১ তম ), আফজাল হোসেন (লোকপ্রশাসন ১১তম); অর্থ সম্পাদক মো: আব্দাল ( গণিত ১২তম) ; সাংগঠনিক সম্পাদক জয় সরকার (নৃবিজ্ঞান ১১তম) ; দপ্তর আনোয়ার (বাংলা ১২তম); প্রচার সম্পাদক ইকরাম হোসেন (প্রত্নতত্ত্ব ১২তম); পাঠাগার সম্পাদক ফারজানা মিম আশরাফী (রসায়ন ১২তম ); মহিলা বিষয়ক সম্পাদক ফারিহা ফারজানা নুন ( গণিত ১২ তম ), ইমা ( আইন ১৩ তম, ফাইজা মুনমুন ( আইন ১৩তম) প্রমুখ।

সংগঠনের উপদেষ্টা পরিষদে আছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ শামসুজ্জামান মিলকী; গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কাইসার।

উল্লেখ্য, ২০১৫ সালে যাত্রা শুরু করা এই সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা প্রায় দুই শতাধিক। কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা থেকে বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক আন্তঃসম্পর্ক বৃদ্ধিকরণই এই সংগঠনের মূল উদ্দেশ্য। এছাড়াও ক্যাম্পাসের ভর্তি পরীক্ষার্থীদের সেবা, বার্ষিক বনভোজন, বিভিন্ন সময় নানা ধরনের সমাজসেবামূলক কাজে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

 

কুবি/এমকে

পছন্দের আরো পোস্ট