নবী সা. দৃষ্টিতে সেরা দশ মানুষ

পৃথিবীতে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ হলেও সব মানুষ সমান নয়। কর্মগুণ কিংবা কর্মদোষে তাদের কেউ সেরা, আবার কেউ মন্দ। বস্তুত ভুল-ত্রুটি নিয়েই মানুষের জীবন। ভালো-মন্দ মিলিয়েই মানুষের বেঁচে থাকা। এর মধ্যে যারা সচেতন, বিবেকবান, নৈতিকতাসম্পন্ন, চারিত্রিক সৌন্দর্যে বলিয়ান তাদের মনের একান্ত মিনতি- আমরা ভালো মানুষ হতে চাই। যারা ভালো, আদর্শবান, সেরা ও শ্রেষ্ঠ মানুষ তাদের জীবনের সৌন্দর্যের আলোতেই আলোকিত হয় পরিবার, সমাজ, জাতি ও রাষ্ট্রসহ গোটা বিশ্ব। তারা হয় সবার জন্য অনুকরণীয়, অনুসরণীয় ও আদর্শ।

শেষ নবী হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এমনই সেরা দশ মানুষের কথা বলেছেন। যাদের দেখে কিংবা যাদের অনুকরণে মানুষ হতে পারে সোনার মানুষে। নবী করিম (সা.) দৃষ্টিতে ওই সেরা দশ মানুষ হলেন-

এক. হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। -সহিহ বোখারি: ৫০২৭

দুই. হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী। -সহিহ বোখারি: ৬০৩৫

তিন. নবী করিম (সা.) ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো। -সহিহ বোখারি: ২৩০৫

চার. রাসূলে কারিম (সা.) ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে; অনিষ্টের আশঙ্কা না করে। -সুনানে তিরমিজি: ২২৬৩/২৪৩২

Post MIddle

পাঁচ. রাসূলে কারিম (সা.) ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তার পরিবারের কাছে ভালো। -সহিহ ইবনে হিব্বান: ৪১৭৭

ছয়. মহানবীকে (সা.) বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সে, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। -ইবনে মাজাহ: ৪১১৯

সাত. রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, সর্বোত্তম মানুষ সে, যে মানবতার জন্য অধিক কল্যাণকর ও উপকারী। -সহিহুল জামে: ৩২৮৯

আট. মহানবী (সা.) ইরশাদ করেছেন, শ্রেষ্ঠ মানুষ হলো- যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল! সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে? রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ ও নির্মল, মুত্তাকি। যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ। -সহিহুল জামে: ৩২৯১

নয়. হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম। -সুনানে তিরমিজি: ১৯৪৪

দশ. হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। -সহিহ বোখারি: ৩৫৫৯

পছন্দের আরো পোস্ট