ইবিতে তিনদিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন
ইবি প্রতিনিধিঃ
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিনদিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও প্রেস ক্লাবের সাংবাদিকদের নিয়ে আয়োজিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির আইকিউএসি হলরুমে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় তার সাথে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও প্রোক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন উপস্থিত ছিলেন।
তিনদিনব্যাপী এ প্রশিক্ষণে সংবাদ ধারণা, অনুসন্ধানী প্রতিবেদন, সাক্ষাতকার ও ফিচার লেখার কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল ও পিআইবি এর অধ্যয়ন ও প্রশিক্ষণ প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন।