খুবিতে টিচিং এন্ড লার্নিং কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ
গত (১৫ অক্টোবর ২০১৯) মঙ্গলবার বেলা ৩ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের ইংরেজি ডিসিপ্লিনের স্মার্ট রুমে সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং (সিইটিএল) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে যোগদানকারী নবীন শিক্ষকদের (প্রভাষক) শিক্ষাদান বিষয়ে মডিউল-১ টিচিং এন্ড লার্নিং শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়।
সিইটিএল এর পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন আগে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা ছিলো না। তাই শিক্ষাদানের আধুনিক কলাকৌশল অনেকেই জানতে পারতেন না। বিশ্বব্যাপী উচ্চশিক্ষার মানোন্নয়ন নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে।
উচ্চশিক্ষায় মানোন্নয়ন ছাড়া প্রতিযোগিতামুলক বিশ্বে টিকে থাকা কঠিন। এ কারণে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগে দক্ষতা অর্জন করতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয় এ লক্ষ্যে কাজ করছে। আমরা এর মাধ্যমে কোয়ালিটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার চেষ্টা করছি।
তবে নবীন শিক্ষকদের সামনে যেহেতু দীর্ঘ সময় রয়েছে তাই তারা শুরুতেই শিক্ষাদান পদ্ধতির আধুনিক কলাকৌশল অর্জন করতে পারলে ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক-গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এই প্রোগ্রামে ২১ জন প্রভাষক অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিইটিএল এর পারিচালক প্রফেসর ড. ফিরোজ আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিইটিএল এর উপ-পরিচালক ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার।