আবরার হত্যার বিচার দাবিতে কুবি ছাত্রলীগের শোকযাত্রা

|| কুবি প্রতিনিধি ||

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে শোকযাত্রা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী শোকযাত্রাটির আয়োজন করে শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা।

বৃষ্টি উপেক্ষা করেই শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে শোকযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শোকযাত্রায় শাখা ছাত্রলীগ, বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post MIddle

শোকযাত্রা শেষে শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ জানান, ‘বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সাথে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। হত্যাকারীরা কোনো দলের হতে পারে না। বাংলাদেশ ছাত্রলীগ কোনো সময়ই হত্যার রাজনীতিকে প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দিবে না।’

প্রসঙ্গত, গত রোববার (০৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শের-ই বাংলা হল থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ। বুয়েট শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আবরারকে পিটিয়ে হত্যা করে। ইতোমধ্যে পুলিশ তাদের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।

 

কুবি/এমকে

পছন্দের আরো পোস্ট