বিইউএফটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ

গতকাল (৭ অক্টোবর ২০১৯) সোমবার বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) কর্তৃক আয়োজিত ‘বিশ্ব শিক্ষক দিবস ২০১৯’ উপলক্ষে নতুন প্রজন্মকে শিক্ষিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজের ভুমিকা শীর্ষক এক স্মারক বক্তৃতা অনুষ্ঠান ও বিইউএফটি উপদেষ্টা, ডীন ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, বিশিষ্ট প্রফেসর জনাব মুইনুদ্দিন খান কে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

Post MIddle

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সম্মানিত চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. কাজী শহিদুল্লাহ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোজাফফর উদ্দিন সিদ্দিক।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাষ্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. ইঞ্জি. আইয়ুব নবী খান, ট্রেজারার, রেজিষ্ট্রার, বিভাগীয় ডীনদ্বয়, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীবৃন্দ।

পছন্দের আরো পোস্ট