খুবিতে আন্তঃডিসিপ্লিন দাবা প্রতিযোগিতা
ঢাবি প্রতিনিধিঃ
গত (৩ অক্টোবর ২০১৯) খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক ভবনের তৃতীয় তলায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীদের আন্তঃডিসিপ্লিন দাবা, টেবিল টেনিস ও ক্যারম প্রতিযোগিতা’১৯ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোল্লা মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ও ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন।
এ সময় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন।