চুয়েটে ছাত্র সংগঠন প্রতিনিধিদের সাথে মতবিনিময়

চুয়েট প্রতিনিধিঃ

 চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ দপ্তরের উদ্যোগে সুষ্ঠুভাবে আসন্ন ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১ অক্টোবর) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে উক্ত মতবিনিময় সভা হয়।

চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়ের উপস্থিতিতে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রেজাউল করিম, শহীদ তারেক হুদা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এম. কে. মোহাম্মদ জিয়াউল হায়দার, শেখ রাসেল হলের প্রভোস্ট ড. মোহাম্মদ কামরুল হাছান, উপ-ছাত্রকল্যাণ পরিচালক ড. মো. আরাফাত রহমান ও জনাব হুমায়ুন কবির প্রমুখ।

অন্যদিকে মতবিনিময় সভায় চুয়েট সাংবাদিক সমিতি, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, জয়ধ্বনি, গ্রিন ফর পিস, ডিবেটিং সোসাইটি, রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশন (আরএমএ), এ্যান্ড্রোমেডা স্পেস এন্ড রোবটিক্স রিসার্চ অরগ্যানাইজেশন (এ্যাসরো), ক্যারিয়ার ক্লাব, ফটোগ্রাফিক সোসাইটি, ফিল্ম  সোসাইটি, কম্পিউটার ক্লাব, স্পোর্টস ক্লাব, আইইইই স্টুডেন্টস ব্র্যাঞ্চ, বিভিন্ন জেলা সমিতি ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট