কুবি ভর্তিযুদ্ধে প্রতি আসনে লড়বে ৬৫ শিক্ষার্থী

|| কুবি প্রতিনিধি ||

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৬৫ জন শিক্ষার্থী। মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৮ হাজার ৭৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

মঙ্গলবার (১ অক্টোবর) ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্য (কারিগরি) ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. তোফায়েল আহমেদ জানান, ভর্তি পরীক্ষায় অংশ নিতে ‘এ’ ইউনিটে ২৬ হাজার ৯৭৫ জন, ‘বি’ ইউনিটে ২৮ হাজার ২৯৫ জন ও ‘সি’ ইউনিটে ১২ হাজার ৮০৭ জন শিক্ষার্থী আবেদন করেছে।

‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৩৫০। প্রতি আসনের জন্য লড়াই করবে প্রায় ৭৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে ৪৫০ টি আসনের বিপরীতে প্রতি আসনে প্রায় ৬৩ জন এবং ‘সি’ ইউনিটে ২৪০ টি আসনের জন্য প্রতি আসনে প্রায় ৫৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Post MIddle

এর আগে ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা ছিলো। নতুন করে সময়সীমা বাড়ানো হয়নি।

এবার ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ৮ নভেম্বর। ওইদিন সকাল ১০টায় ‘এ’ ইউনিট, বিকাল ৩টায় ‘বি’ ইউনিট এবং পরদিন ৯ নভেম্বর সকাল ১০টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র সংগ্রহের সময়সূচি ও আসন বিন্যাস সম্পর্কিত তথ্য শিক্ষার্থীদের ফোনে মেসেজের মাধ্যমে জানানো হবে।

ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে জানা যাবে। এ ছাড়াও শিক্ষার্থীরা হেল্পলাইন নাম্বারের (০১৫৫৭ ৩৩০৩৮১-৮২) মাধ্যমেও ভর্তি পরীক্ষা সংক্রান্ত সবধরণের তথ্য জানতে পারবে।

 

কুবি/এমকে

পছন্দের আরো পোস্ট