আন্তঃবিভাগ ফুটবলের শিরোপা মার্কেটিং বিভাগে

|| কুবি প্রতিনিধি ||

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মার্কেটিং বিভাগ।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয় ফাইনালের লড়াই। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমিয়ে তুলে।

প্রথমেই রাশেদুলের গোলে এগিয়ে যায় মার্কেটিং বিভাগ। গোল শোধে আক্রমণের ধার বাড়ায় একাউন্টিং বিভাগ। এক পর্যায়ে ডিবক্সের বাইরে থেকে গিয়াসের করা অসাধারণ ফ্রি কিক মার্কেটিং বিভাগের জালে ঢুকে গেলে সমতায় ফেরে একাউন্টিং বিভাগ।

Post MIddle

নির্ধারিত ৫০ মিনিটে ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দুই দলের কেউই গোলের দেখা পায়নি। ফলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৪-৩ গোলে অ্যাকাউন্টিং বিভাগকে হারিয়ে শিরোপা জিতে নেয় মার্কেটিং বিভাগ।

ফাইনাল খেলায় ম্যান অব দ্য ফাইনাল খেলোয়াড় নির্বাচিত হন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের রিফাত হোসাইন। আর টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাশেদুল হক। এছাড়াও টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকার করে ইংরেজি বিভাগ।

খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্স আপসহ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. শামিমুল ইসলাম, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের মধ্যকার আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০১৯ শুরু হয়।

 

এমকে/কুবি

পছন্দের আরো পোস্ট