ফের আন্দোলনে রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় চার দফা দাবি জানিয়ে ফের আন্দোলন করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টায় বিক্ষোভ মিছিল নিয়ে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এসে সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের ধারাবাহিকতায় প্রশাসন অধ্যাপক বিথীকা বণিককে প্রাধ্যক্ষের পদ থেকে অপসারণ করেছে। কিন্তু আমরা এখানে থেমে থাকবো না। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সকল যৌন নিপীড়নের বিরুদ্ধে সম্মিলিত আন্দোলন গড়ে তুলতে হবে। ক্যাম্পাসে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন করতে হবে যেন সকল শিক্ষার্থী সুবিধা পায়। শুধু বিচারই নয়, পরবর্তীতে সকল নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা আশা করি প্রশাসনের বিবেক জাগ্রত হবে।

Post MIddle

সমাবেশে শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো – রাবি শিক্ষার্থীকে নিপীড়নের মামলার প্রত্যেকটি আইনি ধাপে প্রশাসনকে তদারকি করতে হবে, অধ্যাপক বিথীকা বণিককে নিঃশর্ত ক্ষমা চাইতে প্রশাসনিক ও নৈতিক চাপ প্রয়োগ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রিভেনশন সেল অতিসত্বর কার্যকর করতে হবে এবং শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে প্রশাসনকে অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এক পর্যায়ে প্রক্টর অধ্যাপক অধ্যাপক লুৎফর রহমান এসে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন। তিনি বলেন, ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করতে পুলিশকে বলেছি। শিক্ষার্থীদের দাবিগুলো পূরণে প্রশাসন কাজ করে যাবে।

বেলা এগারোটা পর্যন্ত শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। এরপর শিক্ষার্থীরা উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রক্টরের কাছে জমা দেন। সমাবেশে বিভিন্ন্ বিভাগের প্রায় একশ শিক্ষার্থীরা অবস্থান নেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্ন্সো হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বিথিকা বণিকের বাসায় নিপীড়নের শিকার হন এক শিক্ষার্থী। এ ঘটনায় তাঁর ভাই শ্যামল বণিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার আন্দোলনের মুখে অধ্যাপক বিথিকা বণিককে প্রাধ্যক্ষের পদ থেকে অব্যহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পছন্দের আরো পোস্ট