কুবিতে বিশ্ব হার্ট দিবস পালিত
|| কুবি প্রতিনিধি ||
‘মাই হার্ট, ইওর হার্ট’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে হৃদরোগ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু’ এই আয়োজন করে।
এ উপলক্ষে বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয় যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলা ভবনের সামনে এসে শেষ হয়।
বন্ধুর সভাপতি আশরাফুর রহমান ভূইঁয়ার সভাপতিত্ব ও প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর উপস্থিতিতে এসময় কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বক্তারা স্বাস্থ্য সচেতনতাসহ হার্ট সুস্থ রাখার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং সকলের সুস্থ-স্বাভাবিক জীবন প্রত্যাশা করেন।
এসব আয়োজনে উপস্থিত ছিলেন বন্ধুর উপদেষ্টা আইন বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক সোহেল, বিশ্ববিদ্যালয় সিনিয়র মেডিকেল অফিসার ডা: এ. কে. এম. হেলাল মোর্শেদসহ সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।
কুবি/এমকে