প্রধানমন্ত্রীর জন্মদিনে কুবি ছাত্রলীগের আনন্দ-মিছিল ও খাবার বিতরণ
|| কুবি প্রতিনিধি ||
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ আনন্দ মিছিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে এতে অংশ নেয় শাখা ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা।
দুপুর ২:৩০টায় শুরু হওয়া আনন্দ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এসে সমাপ্ত হয়। বিকাল সাড়ে ৪টায় স্থানীয় দুঃস্থ ও অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও সফলতা কামনা করে দোয়া করা হয়।
কুবি/এমকে