ইবিতে আইন শিক্ষার সংস্কার ও প্রতিবন্ধকতা বিষয়ক সেমিনার

ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘একুশ শতকে আইন শিক্ষার সংস্কার ও প্রতিবন্ধকতা’ র্শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

Post MIddle

বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান উপস্থিত ছিলেন।

প্রধান আলোচক হিসেবে ছিলেন ভারতের পশ্চিম বঙ্গের বানকুরা বিশ^বিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও আইন বিভাগের অধ্যপক ড. জয়ন্ত কুমার সাহা। সেমিনার সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক শাহিদা আক্তার আশা।

সেমিনারে বক্তারা একুশ শতকে সময়ের প্রয়োজনে আইন শিক্ষায় বিভিন্ন সংস্কার, প্রতিবন্ধকতা ও এ থেকে উত্তরণের উপায় সম্পর্কে আলোচনা করেন। এছাড়া এ বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

টি এইচ জায়িম

পছন্দের আরো পোস্ট