চুয়েটে ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ
চুয়েট প্রতিনিধিঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০১৯-২০ শিক্ষাবর্ষের লেভেল-১ স্নাতক (সম্মান) কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে গ্রুপ-ক (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এর জন্য মোট ১০ হাজার ৩১জন এবং গ্রুপ-খ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) এর জন্য ৯৪১ জন যোগ্য প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়।
গত (২৫ সেপ্টেম্বর) বুধবার ভর্তি কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর (শনিবার), ২০১৯ খ্রি. ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন ক-বিভাগের সকাল ১০ টা থেকে বেলা ১টা মোট ৩ ঘন্টা এবং খ-বিভাগের মুক্তহস্ত অংকন একই দিন বিকাল ২:৩০ টা থেকে ৪:৩০ টা; মোট ২ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ক-বিভাগে ১১ হাজার ৬১১ জন এবং খ-বিভাগে ১ হাজার ২৩৭ জন মোট ১২ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী সফলভাবে আবেদন করেন। এরমধ্য থেকে মোট ১০ হাজার ৯৭২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থী হিসেবে নাম প্রকাশ করা হয়।
এবার সর্বমোট ৮৯০টি আসনে ১২টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া রাখাইন সম্প্রদায়ের জন্য ১টি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার নৃ-গোষ্টীর (উপজাতি) জন্য ১০টি সহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে। তবে ভর্তির জন্য অন্য কোন ধরনের আসন সংরক্ষিত নেই।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী চুয়েট ওয়েবসাইট http://student.cuet.ac.bd/admission2019 অথবা http://www.cuet.ac.bd/admission হতে জানা যাবে।
বিভিন্ন বিভাগ ও আসন বিভাজন ঃ
Sl. No. | Name of the Department | No. of Seats |
01. | Electrical and Electronic Engineering | 180 |
02. | Mechanical Engineering | 180 |
03. | Civil Engineering | 130 |
04. | Computer Science and Engineering | 130 |
05. | Electronics and Telecommunication Engineering | 60 |
06. | Architecture | 30 |
07. | Biomedical Engineering | 30 |
08. | Materials Science and Engineering | 30 |
09. | Mechatronics and Industrial Engineering | 30 |
10. | Petroleum and Mining Engineering | 30 |
11. | Urban and Regional Planning | 30 |
12. | Water Resources Engineering | 30 |
Total = | 890 |