উত্তরা ইউনিভার্সিটিতে আই.ইইই স্টুডেন্ট ব্রাঞ্চ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল (২৩ সেপ্টেম্বর ২০১৯) সোমবার উত্তরা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ইনস্টিটিউট অব ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আই.ইইই) এর স্টুডেন্ট ব্রাঞ্চের শুভ উদ্বোধন করা হয়।
আই.ইইই এর এই শাখা উদ্বোধনের মধ্য দিয়ে উত্তরা ইউনিভার্সিটির সিএসই ও ইইই বিভাগের শিক্ষার্থীদের জন্য এক বিশাল সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হলো। শিক্ষার্থীরা তাদের যুগোপযোগী গবেষনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহন ও ক্যারিয়ার গড়ার লক্ষে আই.ইইই বিশেষ ভূমিকা রাখবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এরকম মন্তব্য করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ড. সিলিয়া শাহনাজ (আই.ইইই বাংলাদেশ প্রধান), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ শফিউল ইসলাম, উপদেষ্টা, ইইই এন্ড সিএসই ডিপার্টমেন্ট, উত্তরা ইউনিভার্সিটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. কাজী খাইরুল ইসলাম, ডিন, স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, উত্তরা ইউনিভার্সিটি।