ঢাবিতে আবদুল মুকতাদির ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধি
ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘অধ্যাপক আবদুল মুকতাদির ট্রাস্ট ফান্ড’এর মূলধন বৃদ্ধির লক্ষ্যে প্রয়াত অধ্যাপক আবদুল মুকতাদিরের পরিবারের পক্ষ থেকে আবদুর রাকিব গত (১৭ সেপ্টেম্বর ২০১৯) মঙ্গলবার ৫ লক্ষ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন। বর্তমানে এই ট্রাস্ট ফান্ডের মূলধন দাঁড়াল ১৫ লক্ষ টাকা।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের উদ্দেশ্যে ২০০৯ সালে ১০ লক্ষ টাকা প্রদানের মাধ্যমে এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করা হয়। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ৪জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।