কুয়াসের উদ্যোগে ওয়ার্কশপ

খুবি প্রতিনিধিঃ

গতকাল (১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের স্থাপত্য ডিসিপ্লিনের উঠানে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘খুলনা বিশ্ববিদ্যালয় এ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচার এন্ড রিলেটেড সায়েন্সেস (কুয়াস)’ এর উদ্যোগে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

Post MIddle

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রবিষয়ক পরিচালকের পক্ষে সহকারী ছাত্রবিষয়ক পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইয়াস বাংলাদেশের এ্যাডভাইজার প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম।

অতিথি বক্তা ছিলেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. নূর উন নবী ও সহযোগী অধ্যাপক ড. তরুণ কান্তি বোস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াসের সভাপতি মোঃ তানজিমুল ইসলাম। কর্মশালা শেষে অংশীগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট সংগঠনের সদস্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট