ঢাবিতে সেভ এর লিডারশীপ সামিট
ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইয়ুথ ইমপ্যাক্ট: আনলিশিং দি পাওয়ার অব ইয়ুথ’ শীর্ষক দু’দিন-ব্যাপী এক জাতীয় সেমিনার আজ (১৫ সেপ্টেম্বর ২০১৯) রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেমিনারের উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘স্টুডেন্টস্ এগেইনস্ট ভায়োলেন্স এভরিহোয়ার (সেভ)’-এর উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।
সেভ ইয়ুথ-এর মডারেটর আইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. রওনক জাহান, এ্যাম্বাসেডর (অব:) হুমায়ুন কবির, ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন এবং যোগাযোগ বৈকল্য বিভাগের সহকারী অধ্যাপক তাওহিদা জাহান।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ন্যায় ও সততার পথ অনুসরণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুবক মানেই একটি শক্তির উৎস। যুবসমাজ আমাদের গুরুত্বপূর্ণ সম্পদ।
তাদের মাঝে নিহিত থাকে সততা, সাহসিকতা, উদ্দীপনা, কর্মস্পৃহা এবং ত্যাগী মনমানসিকতা। তারা তাদের উদ্যমী শক্তিকে কাজে লাগিয়ে সভ্যতার বিকাশে অবদান রাখতে সক্ষম হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
দু’দিন-ব্যাপী এই সেমিনারে ৯টি সেশন অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।