চুয়েটে ইয়েস এ্যাওয়ার্ড উপলক্ষে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

চুয়েট প্রতিনিধিঃ

 চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় জাপানের বিখ্যাত হোন্ডা ফাউন্ডেশন এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সেন্টারের যৌথ উদ্যোগে ‘ইয়াং ইঞ্জিনিয়ার এন্ড সায়েন্টিস্ট (ইয়েস) এ্যাওয়ার্ড ২০১৯-২০’ উপলক্ষে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।

গত (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।

Post MIddle

অনুষ্ঠানে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সেন্টার (জেআইসিই)-এর আন্তর্জাতিক স্টুডেন্টস প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিস্টার তকুয়া কানামরি (Mr. Tokuya Kanamari) এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সরকার ও ইন্ডাস্ট্রি রিলেশনস বিভাগের প্রধান জনাব মো. ইসমাইল ভূঁইয়া প্রোগ্রামের উপর পৃথক প্রেজেন্টেশন উপস্থাপন করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাকির হোসেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নে তরুণ নেতৃত্ব তৈরির লক্ষ্যে বিখ্যাত হোন্ডা কোম্পানির ‘ইয়াং ইঞ্জিনিয়ার এন্ড সায়েন্টিস্ট (ইয়েস) এ্যাওয়ার্ড প্রোগ্রামটা বেশ প্রশংসনীয় উদ্যোগ।

এতে বর্তমান প্রজন্ম প্রযুক্তি শিল্পে অবদান রাখতে তরুণরা উৎসাহিত হবে। এ ধরণের আন্তর্জাতিক কোলাবোরেশনের মাধ্যমে চুয়েটের শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞানের দক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি কোলাবোরেশন আরো সম্মৃদ্ধ হবে।

 

পছন্দের আরো পোস্ট