জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা আজ (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হবে।
সারাদেশের মোট ১৮১৫ টি কলেজের ৭০৩ টি কেন্দ্রে সর্বমোট ২,১৯,১৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এ পরীক্ষা ১২ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতিত) দুপুর ২টা থেকে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জরুরী প্রয়োজনে কন্ট্রোলরুমের ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছে।