ইবির মেডিকেলে ডেন্টাল সেবা
ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এখন থেকে পাওয়া যাবে ডেন্টাল সেবা। চিকিৎসা কেন্দ্রের নবনির্মিত দ্বিতীয়তলায় সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ডেন্টাল ইউনিটের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
উদ্বোধনকালে উপাচার্যের সাথে উপস্থিত ছিলেন মেডিকেল উপদেষ্টা কমিটির সভাপতি ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বমর্¥ণ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ, ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসার ডা. এস এম নজরুল ইসলাম, দন্ত চিকিৎসক ডা. মাসুম আলী, ডা. রাকিবুল ইসলাম রাজিবসহ চিকিৎসা কেন্দ্রের অন্যান্য ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য বলেন, ‘মেডিকেল সেন্টারের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই এক নতুন সংযোজন ডেন্টাল ইউনিট, যা বিশ্ববিদ্যালয়ে দন্ত চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা ঘটাবে।