শাবিপ্রবির সাথে চুক্তিবদ্ধ হলো ডাচ বাংলা ব্যাংক
|| শাবিপ্রবি প্রতিনিধি ||
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি) এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সিন্ডিকেট সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে একযােগে কাজ করে যেতে হবে। শিক্ষার্থীদের সহ বিশ্ববিদ্যালয়ের সকলের জন্য ডিজিটাল কার্যক্রম ব্যবহার নিশ্চিতকরণে আজকের স্বাক্ষরিত চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. রেজা সেলিম, সিলেট শাখা ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. তাহমিদ বখত চৌধুরী প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল অব লাইফ সাইন্সেসের ডিন অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, স্কুল অব এপ্লাইড সাইন্সে এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস, স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. এম. শাহিদুর রহমান, স্কুল অব সোশ্যাল সাইন্সেসের ডিন অধ্যাপক ড. মো ফয়সল আহম্মেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ অনোয়ার হোসেন, রেজিষ্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, হিসাব পরিচালক আ.ন.ম জয়নাল আবেদিন, পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবর রহমান, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের উপশহর শাখার ম্যানেজার মোহাম্মদ নাজমুল হক, ডেপুটি ম্যানেজার শামীম আহমেদ চৌধুরী প্রমুখ।
শাবিপ্রবি/ শাশা/এমকে