ইবিতে ঢাকা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ
|| ইবি প্রতিনিধি ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত বৃহত্তর ঢাকা ( ঢাকা , মানিকগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জ) থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় টিএসসিসির ১১৬নম্বর কক্ষে সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সমিতির সভাপতি আল-আমীন মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোসাইন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুর্শিদ আলম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইবি/টিএইচ/এমকে