কুবি প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

|| কুবি প্রতিনিধি ||

‘সর্বদা সত্যের সন্ধানে’-স্লোগান নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ২য় কার্যনির্বাহী পরিষদ (২০১৯-২০) গঠিত হয়েছে। রবিবার (০৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এগারো সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন দৈনিক ঢাকাটাইমসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহফুজ কিশোর এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহরিয়ার খান নোবেল।

সংগঠনের সাবেক সভাপতি শতাব্দী জুবায়ের সাক্ষরিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তানভীর আহমেদ রাসেল (সবখবর ডটকম), খোরশেদ আলম (ডেইলি বাংলাদেশ); সহ সম্পাদক রিদওয়ান ইসলাম (জাগোনিউজ২৪ ডটকম), মাহমুদুল হাসান (বর্তমান প্রতিদিন); অর্থ সম্পাদক আবুল বাশার সাজ্জাদ (দ্যা ডেইলি অবজারভার); দপ্তর সম্পাদক সাফায়িত সিফাত (দৈনিক সকালের সময়); তথ্য ও পাঠাগার সম্পাদক আরাফাত রাফি (দৈনিক সমাচার); কার্যকরী সদস্য রাতুল পিউল (আন্দোলন৭১ ডটকম) এবং সোহাগ মনি (নিউজভিশনবিডি ডটকম)।

Post MIddle

যুগ্মভাবে এই কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূর মোহাম্মদ রাজু ও বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা মো: এমদাদুল হক।

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ, শাখা ছাত্রলীগ, কর্মকর্তা পরিষদ, থিয়েটার, প্রতিবর্তন, আইটি সোসাইটি, অভয়ারণ্য, সায়েন্স ক্লাব, অনুস্বার কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত এই কমিটিকে।

উল্লেখ্য, আগামী এক (০১) বছর এই কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে।

কুবি/এমকে

পছন্দের আরো পোস্ট