ইবি ছাত্রলীগের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
ইবি প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ।শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় সাদ্দাম হোসেন হলের সামনে খেলার মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন ইবি ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ওও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
এ সময় ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, আমরা ক্লিন ক্যাম্পাস মুভমেন্ট চালাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছি।
সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন ক্যাম্পাসের খেলার মাঠে যে বড় বড় ঘাস রয়েছে তা পরিষ্কারে নেমেছি। আমরা আমাদের নিজেদের ক্যাম্পাস নিজেরাই পরিষ্কার রাখব।
এসময় স্টেট শাখার উপ-রেজিস্টার সাইফুল ইসলামসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়পর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।