ঢাবিতে অধ্যাপক ড. কানিজ-ই-বাতুল স্মারক বৃত্তি প্রদান

ঢাবি প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগের সাবেক অধ্যাপক ড. কানিজ-ই-বাতুল স্মারক বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার বিভাগে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় শিক্ষক হুসাইনুল বান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে ড. কানিজ-ই-বাতুলের পরিবারের সদস্য সৈয়দ আহমেদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক প্রদান করেন।

Post MIddle

বৃত্তিপ্রাপ্তরা হলেন- মো: আব্দুর রহীম, মো: সিরাজুল ইসলাম ও মোছা: রহিমা আক্তার।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে ড. কানিজ-ই-বাতুলের জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করেন অধ্যাপক ড. মো: মাহমুদুল ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক ড. মো: ই¯্রাফীল, ড. মো: রেজাউল করিম, হাফসা আক্তার প্রমুখ।

উল্লেখ্য, ড. কানিজ-ই-বাতুল ৬ জুলাই ২০১৫ ইন্তিকাল করেন। ড. কানিজ-ই-বাতুল মারা যাওয়ার পর তার পক্ষ থেকে তার ভাই তাকী মুহাম্মদ বুড্ডান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. কানিজ-ই-বাতুল স্মারক বৃত্তি প্রদানের জন্য ১০ লক্ষ টাকা প্রদান করেন।

পছন্দের আরো পোস্ট