শাবিপ্রবিতে সঞ্চালনের দুই দিনব্যাপী ‘চ্যারিটি ফিল্ম শো’
|| শাবিপ্রবি প্রতিনিধি ||
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রক্তদান বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালনের আয়োজনে দুই দিনব্যাপী ‘চ্যারিটি ফিল্ম শো’ অনুষ্ঠিত হবে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মোট পাঁচটি ছবি প্রদর্শিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী শফিকুল ইসলামের ক্যান্সারে আক্রান্ত স্ত্রী মৌসুমির চিকিৎসার সাহায্যার্থে এ চ্যারিটি ফিল্ম শোর আয়োজন করেছে সঞ্চালন। চ্যারিটি ফিল্ম শো’র প্রতিটি টিকিটের মূল্য ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
চ্যারিটি ফিল্ম শো’তে দুই দিনে মোট ৫টি সিনেমা প্রদর্শিত হবে। প্রথমদিন ৯ তারিখ সোমবার বিকেল ৩টায় জেনারেশন আমি এবং সন্ধ্যা ৬টায় আলাদিন সিনেমা প্রদর্শিত হবে। পরের দিন ১০ তারিখ মঙ্গলবার সকাল ১১টায় জয়যাত্রা, বিকেল ৩টায় জন উইক থ্রি এবং সন্ধ্যা ৬টায় গ্রাভ অফ দ্যা ফায়ার ফ্লাই সিনেমা প্রদর্শিত হবে।
শাবিপ্রবি/শাশা/এমকে