শেখ কামাল স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা

ঢাবি প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের উদ্যোগে দিনব্যাপী ‘শেখ কামাল স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা’ ও ‘সুলতানা কামাল স্মৃতি ক্রীড়া প্রতিযোগিতা’র আয়োজন করা হয়েছে।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান হল প্রাঙ্গনে আজ ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা এবং ডাকসু ও রোকেয়া হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে আজ সন্ধ্যা ৭:০০টায় হল মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজবিজ্ঞান বিভাগের প্রবীণ অধ্যাপক কে এ এম সা’দ উদ্দিন এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খান।

পছন্দের আরো পোস্ট