ইবিতে ‘সমাজকর্মে মাঠকর্ম’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার

ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সমাজকর্মের মাঠকর্ম’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সমাজ কল্যাণ বিভাগ সেমিনারটির আয়োজন করে।

বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

Post MIddle

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক মামুনুর রহমান।

সেমিনারে মূল আলোচক ছিলেন ভারতের বিশ^ ভারতী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক অশোক কুমার সরকার ও একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ইন্দ্রনীল সরকার।

সেমিনারে বক্তারা বলেন, ‘বই থেকে আমরা যত জ্ঞান অর্যন করতে পারি তার থেকে বহুগুণ বেশী জ্ঞান আমরা সমাজের বিভিন্ন সংস্কৃতি থেকে পাই। তাই আমাদের বইয়ের পাশাপাশি সমাজ থেকেও জ্ঞান আহরন করতে হবে।’ এছাড়া বক্তারা সমাজকর্মে মাঠকর্মের গুরুত্ব ও বিভিন্ন কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

পছন্দের আরো পোস্ট