ঢাবিতে আমাদের ভাবনায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা
ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গত (২৯ আগস্ট ২০১৯) বৃহস্পতিবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে “আমাদের ভাবনায় বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা উদ্বোধন করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ডাকসু, বাংলাদেশ ছাত্রলীগ ও ছাত্র পরিবহন পরিষদ যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে। বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।