ইবির নাট্যমঞ্চে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মঞ্চস্থ
ইবি প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন কর্ম নিয়ে ইসলামী বিশ্ববিম্যালয়ে (ইবি) মঞ্চনাটক ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মঞ্চস্থ হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে শাখা ছাত্রলীগের আয়োজনে ও বিশ্ববিদ্যালয় থিয়েটারের প্রযোজনায় ক্যাম্পাসের বাংলা মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকের রচনা ও নির্দেশনায় ছিলেন কৌশিক আহমেদ। নাটকে বঙ্গবন্ধুর চরিত্রে অনি আতিকুর রহমান, ইয়াহিয়ার চরিত্রে নুরুজ্জামান সাগর, কথক কৌশিক ও মোনালিসা, ঘোষক নিশাত উর্মি এবং কোরাস হিসেবে অভিনয় করেন ইমরান, মোনালিসা, নাহিদ, ফাহিম, শিমু, ইশতিয়াক, ইরানি, মোসাদ্দেক ও রেজওয়ান।
এসময় রুমি নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
এছাড়াও শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ, বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক আশিক বনি, ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।