গ্রিন ইউনিভার্সিটিতে আইইবি অর্জনের উৎসব

নিজস্ব প্রতিবেদকঃ

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের অ্যাক্রেডিটেশন অর্জন করায় উৎসব করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবার। কক্সবাজারে নানামুখী কর্মসূচির মধ্য দিয়ে এই উৎসব উদযাপন হয়। এতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত শিক্ষক-কর্মকর্তারা অংশ নেন। ইউএস-বাংলা এয়ারলাইনস অনুষ্ঠানে স্পন্সর করে।

Post MIddle

এর আগে মানসম্মত ল্যাব, লাইব্রেরি, শ্রেণিকক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের পরিচালনার স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) আইইবি পায়।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, উন্নত কারিকুলাম ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের স্বীকৃত হলো আইইবি। উচ্চক্ষমতাসম্পন্ন একটি দল গ্রিন ইউনিভার্সিটির সিএসই ও ইইই বিভাগ পরিদর্শন করে ‘সন্তেষজনক’ গ্রেড প্রদান করে। যার ভিত্তিতে তথ্য যাচাই-বাছাই শেষে অ্যাক্রেডিটেশন প্রদান করে আইইবি। এর শিক্ষার্থীদের জন্য বড় পাওয়া।

পছন্দের আরো পোস্ট