সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত
নিজস্ব প্রতিবেদকঃ
সাউথইস্ট বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে ২২ আগষ্ট ২০১৯ তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ.ক.ম মোজাম্মেল হক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুল হাকিম, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দীন আহমেদ। উক্ত আলোচনা অনুষ্ঠান ও বিশেষ দোয়ায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা, উপ উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, কর্মকর্তা ও ছাত্রÑছাত্রীবৃন্দ।