ডেঙ্গু প্রতিরোধে বিশেষ র্যালি করলো উত্তরা ইউনিভার্সিটি
নিজস্ব প্রতিনিধিঃ
গত (৬ আগস্ট ২০১৯) মঙ্গলবার উত্তরার হাউজবিল্ডিং সংলগ্ন উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের সামনে থেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক এক বিশেষ র্যালির আয়োজন করে উত্তরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
র্যালিটি উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের সামনে থেকে শুরু হয়ে উত্তরা আজমপুর হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা আঞ্চলিক কার্যালয়ের সামনে দিয়ে কুয়েত বাংলাদেশ মৈত্রি হাসপাতাল হয়ে উত্তরা ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে উপস্থিত শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীদের উদ্দেশ্য উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।