মন জুড়ে
নাজমীন মর্তুজা
**
পৃথিবীর কি মন আছে …
আছে কি ম্যাজিক মাউন্টেন ?
মানুষ এক মনে এপিক আর ট্রেজিক নিয়ে কি করে শ্বাস নেয় !
যারা যুক্তি খুঁড়ে অহংকারের কাল কেউটে বের করে …
তারা আসলে ছোবল দেয়ার তালে থাকে সব সম্পর্ক কে ,
কারণ সে অলিক যুক্তিবাদের চিররুগী ।
টেবিলে হরদম আঙুল নাচিয়ে ধান্দা করে ,
অপরাহ্নের আলোয় তাদের অহংকার বাজাতে ।
তারপর তারা ভালোবাসার কথাও বলে
আত্মবিশ্বাসে বলতে জানে ….
এই যে তুমি হে…
একদিন বলবে আমাকে চাও …
যদি আত্মবিশ্বাসে ভরপুর শান্ত চোখে চেয়ে কেউ বলে
চাইনা তোমাকে ।
ঠিক তখনি মনের জাহাজ টা ডিগবাজি খেয়ে
আবার উপরে উঠে যায় ।
তারা কি জীবনের ব্যলেন্সশীট টা
একবার মিলিয়ে দেখে …
জমা জন্ম খরচ আয়ু ,
তারপর সমগ্র জীবন জুড়ে প্রাপ্তি কতটুকু ?