বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে সেমিনার
ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর ইন্টাররিলিজিয়াস এন্ড ইন্টারকালচারাল ডায়লগ এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে আজ ৫ আগস্ট ২০১৯ সোমবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে “বিশ্বময় অভিবাসন সংকট : ধর্ম, সমাজ ও রাষ্ট্র” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
কেন্দ্রের পরিচালক ড. ফাজরীন হুদার সভাপতিত্বে সেমিনারে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এর অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ড. ফাদার তপন ডি’ রোজারিও।