বাকৃবিতে লেকচারার এ্যাসিসট্যান্ট প্রফেসর’স ফোরামের নতুন কমিটি
বাকৃবি প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) লেকচারার এ্যাসিসট্যান্ট প্রফেসর’স ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. ইসলাম হামিম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের সহকারী অধ্যাপক সাইফুর রহমান।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে পশুবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. হাসানুর আলম, কোষাধক্ষ্য হিসেবে প্যারাসাইটোলজি বিভাগের সহকারী অধ্যাপক শারমীন শহীদ লাবনী, যুগ্ম-সম্পাদক হিসেবে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের সহকারী অধ্যাপক মো. রাসেল, সাংগঠনিক সম্পাদক ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক হিসেবে সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক তানভীর আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের প্রভাষক তানিয়া আফরিন নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সদস্য হিসেবে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, ডেয়রি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আবিদ হাসান সরকার, কৃষি পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফুয়াদ হাসান, পশুবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নূরন্নবী ইসলাম, একোয়াকালচার বিভাগের প্রভাষক কামরুন নাহার আজাদ, ফিজিওলজি বিভাগের প্রভাষক খালেদ মাহমুদ সুজন, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের প্রভাষক মো. মোবারক হোসেন, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রভাষক মো. মাসুদ রানা, কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের প্রভাষক হুরুন্নাহার খুশি নির্বাচিত হয়েছেন।