ইবির জিয়া হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে রায়হান-সোহান
ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী রায়হান বাদশা রিপন সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান সোহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
সূত্র মতে, ৩০জুলাই রাতে ডিবেটিং সোসাইটির সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। পরে নির্বাচিত সভাপতি ও সম্পাদকের সাথে আলাচনার ভিত্তিতে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ‘সহ-সভাপতি নাজমুল হাসান মাহি ও আবু হুরায়রা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ পাপ্পু, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দীন অসীম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নাইম, অর্থ সম্পাদক মোস্তফা কামাল সরকার, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আব্দুল মোমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক বিপ্লব খন্দকার, আন্তর্যাতিক বিষয়ক সম্পাদক জামিউল ইকবাল, অনুষ্ঠান ও কর্মশালা সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পাঠাগার সম্পাদক তাওফিক আহমেদ, বিতর্ক গবেষনা সম্পাদক আদনান তামিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আদিল সরকার, ক্রীড়া সম্পাদক নিশাত সরকার বাধন এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক সঞ্জয় সরকার।