ইবির আল-ফিকহ বিভাগে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব। বুধবার বেলা সাড়ে ১১টায় বিভাগীয় সভাপতির কার্যালয়ে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

Post MIddle

জানা যায়, তিনি ৩ বছরের জন্য সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. একেএম নুরুল ইসলামের স্থলাভিষিক্ত হন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী তাকে এই দায়িত্ব প্রদান করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সদ্যবিদ্যায়ী সভাপতি অধ্যাপক ড. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল। এছাড়া বিভাগের অধ্যাপক ড. নাজিমুদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক আব্দুল মুঈদ, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. হামিদা খাতুন, সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দিন ও সহযোগী অধ্যাপক আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট